আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
রোববার (১১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কাবুলের একটি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এ হামলা হয়। খবর ডনের
কাবুল পুলিশের খালিদ জাদরান মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণটি পশ্চিম কাবুলের একটি এলাকায় ঘটেছে, যেখানে শিয়া সম্প্রদায়ের লোকজনের বসবাস বেশি। দশত-ই-বারচি এলাকায় একটি মিনিবাসে বোমা রাখা হয়েছিল। সেটি বিস্ফোরিত হয়।
এই ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
এদিকে এই বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
তবে, ঐতিহাসিকভাবে নিপীড়িত এই সংখ্যালঘু সম্প্রদায়কে প্রায়ই ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী লক্ষ্যবস্তু করে, কারণ তারা শিয়াদের ধর্মত্যাগী হিসেবে বিবেচনা করে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের মাধ্যমে তালেবানের বিদ্রোহের অবসান হয়। এর পর থেকে দেশটিতে প্রাণঘাতী বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
				

									 
									



							
							
							
							
							
							
							
							
							
							
							
							
							
							
							
							
							
							
							
							
মন্তব্য করুন